ঈদে কর্মস্থল ছাড়তে পারবে না বেসরকারি চাকরিজীবীরাও

আসন্ন ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের পাশাপাশি এবার বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-১৯ সংক্রমণের বিস্তার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতির মাঝেই আসছে ঈদুল আজহা। এই সময়ে মানুষ কর্মস্থল ছেড়ে পরিবারের সঙ্গে ঈদ করতে শহর ছেড়ে গ্রামে ছুটেন।

কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই কঠিন সময়ে কর্মস্থল ছেড়ে গ্রামমুখি হওয়ার প্রবণতা করোনার সংক্রমণ আরও ছড়িয়ে দেবে। তাই সব ধরণের সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ঈদের সরকারি বা ঐচ্ছিক ছুটিতে কর্মস্থল ছেড়ে না যাওয়ার নির্দেশনা দেয়া হলো।

এর আগে সোমবার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ঈদের ছুটির সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরও কর্মস্থলে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। সেই সঙ্গে এবারের ঈদুল আজহায় সরকারি ছুটি বৃদ্ধি করা হবে না বলেও জানান তিনি।

 

টাইমস/এসএন 

Share this news on: