করোনায় চট্টগ্রামে গাইনি বিশেষজ্ঞ ডা. আইরিনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। এবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে যোগ হলেন গাইনি বিশেষজ্ঞ ডা. সুলতানা লতিফা জামান আইরিন। তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর।

জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ১টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, করোনা আক্রান্ত হওয়ার পর ডা. আইরিন জামান ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। পরে তাকে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার আরোও অবনতি ঘটলে কয়েকদিন আগে তাকে চমেক হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।

ডা. আইরিন জামান কুমিল্লা মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ছাত্রী ছিলেন। তার স্বামী এসএম মুইজ্জুল আকবর চৌধুরী বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক।

 

টাইমস/এইচইউ

Share this news on: