ঝিনাইদহে করোনা শনাক্তের ৫ ঘণ্টা পর ব্যাংক কর্মকর্তার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম মোঃ. ওয়াজিউল্লাহ (৫৮)। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ঝিনাইদহের শিশু হাসপাতালে (কোভিড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বেলা ১২টায় তার নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ ধরা পড়ে এবং বেলা ২টার দিকে হাসপাতালে ভর্তি হন তিনি।

মো. ওয়াজিউল্লাহ জেলা শহরের চানপাড়া গ্রামের মৃত আব্দুল কাদের ছেলে। তিনি শৈলকুপা উপজেলার সোনালী ব্যাংকের গাড়াগঞ্জ শাখায় অফিসার পদে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ইসলামী ফাউন্ডেশন ঝিনাইদহের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, ইসলামিক ফাউন্ডেশন গঠিত দাফন কমিটির সদস্যরা মৃত ব্যক্তির মরদেহ জানাযা ও দাফন কাজ সম্পন্ন করেছেন। এ নিয়ে ২৫টি মরদেহ দাফন সম্পন্ন করছেন দাফন কমিটির সদস্যরা।

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় নতুন করে ২৫ জন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৬০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১১ জনের এবং সুস্থ হয়েছেন ১৯২ জন।

 

টাইমস/ফাতেমা/এইচইউ

Share this news on: