সমঝোতা হলো তাবলিগের দুই পক্ষের  

 

তাবলিগ জামায়াতের দুই পক্ষের বিবাদ মিটে গেছে। তারা এক সঙ্গে আগামী ফেব্রুয়ারিতে বিশ্ব ইজতেমা করতে যাচ্ছে। বুধবার দুই পক্ষকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রায় আড়াই ঘণ্টা বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এই ঘোষণা আসে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, দুই পক্ষের মুরব্বিদের বিরোধের সমাধান হয়েছে। এখন থেকে তাদের মধ্যে আর কোনো বিরোধ হবে না। ফেব্রুয়ারি মাসে তারা একসঙ্গে বিশ্ব ইজতেমা করবে। আর বৃহস্পতিবার ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে বসে দুই পক্ষ থেকে দুইজন প্রতিনিধি নিয়ে ইজতেমার তারিখ নির্ধারণ হবে। তবে এবার দিল্লির মাওলানা সাদ বিশ্ব ইজতেমায় যোগ দিবেন না।

অনেক বছর থেকে চলা এই বিশ্ব ইজতেমা প্রতিবছর জানুয়ারি মাসে টঙ্গীতে আয়োজন করা হয়। ২০১৮ সালে তাবলিগের নেতৃত্ব দ্বন্দ্বে তা স্থগিত হয়ে যায়।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশে তাবলিগ জামাতের শুরা সদস্য ইঞ্জিনিয়ার ওয়াসেকুল ইসলাম এবং দেওবন্দপন্থিদের মধ্যে শুরা সদস্য মাওলানা জুবায়ের আহমেদ সে সময় উপস্থিত ছিলেন। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ ও ঢাকা পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বারান্দায় দুই পক্ষের মধ্যে কোলাকুলিও করতে দেখা গেছে।

বিরোধ মীমাংসায় সমন্বয়কারীর মধ্যে কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মাজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, দুই পক্ষই সম্মত হয়েছে যে বিশ্ব ইজতেমা হবে একবারই। এখন থেকে তারা এক সঙ্গে চলবে। আর তাদের মধ্যে কোনো বিরোধ নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বৃহস্পতিবার ইজতেমার তারিখ ঠিক করার জন্য মাওলানা জুবায়ের আহমেদ ও মাওলানা ওয়াসেকুল ইসলাম ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন।

 

টাইমস/টিআর/টিএইচ/এইচইউ

Share this news on: