ফেইসবুকে না লিখার শর্তে ছাড়া পেলেন বিশ্ববিদ্যালয় ছাত্র মাহাদী!

আশরাফ মাহাদী। ইসলামী ঐক্যজোটের একাংশের সাবেক চেয়ারম্যান ফজলুল হক আমিনীর ওই নাতি গত ৬ জুলাই রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন তিনি। ঠিক যেখান থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়, অপহরণকারীরা দুদিন পর সেখানেই তাকে ফেলে যায়। ফেসবুকে লিখবেন না। এই প্রতিশ্রুতি দিয়ে ছাড়া পেয়েছেন মাহাদী। আশরাফ মাহাদীর বাবা মাওলানা জসিম উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

এর আগে আশরাফ নিখোঁজ হওয়ার ঘটনায় জসিম উদ্দিন লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তার বাবা। তিনি জানান, তার ছেলে মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গত ২৫ জুলাই আশরাফ মিসরের উদ্দেশে ঢাকা ছাড়েন। বাংলাদেশের অভিবাসন কর্তৃপক্ষ দুবাই থেকে তাকে ফিরিয়ে আনে। তার ছেলের নামে দলেরই আরেকটি ছেলে মামলা করেছিলেন। সেই মামলায় তাকে চট্টগ্রামের একটি আদালতে উপস্থাপন করা হয় গত ২৮ জুলাই। ওই দিনই আদালত তাকে জামিন দেন। ওই মামলায় আসামি ছিলেন নয়জন। তাদের মধ্যে শুধু আশরাফকেই গ্রেপ্তার করা হয়।

গত ১৯ জুলাই চট্টগ্রামের চান্দগাঁও থানায় করা মামলায় ওসমান কাসেমি বলেন, আসামিরা হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আহমদ শফীসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারসহ জোর করে ক্ষমতা দখলের চেষ্টা করছেন। বিভিন্ন সময়ে তারা এর প্রতিবাদ করলে আসামিরা ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। ১৮ জুলাই ফোন করে অবস্থান নিশ্চিত হয়ে ১০ থেকে ১২ জন তার ওপর হামলা করেন। তার কাছ থেকে টাকা ও মুঠোফোনও ছিনিয়ে নেন।

মাওলানা জসিম উদ্দিন মনে করেন, যাদের হস্তক্ষেপে আশরাফ মাহাদীকে দুবাই থেকে ফিরিয়ে আনা হয়েছে, তারাই তার ছেলেকে অপহরণ করেছিলেন। গত ৬ জুলাই রাতে তিনি লালবাগে তার নানির সঙ্গে দেখা করে রিকশায় ফিরছিলেন। রাত ১১টা ২৭ মিনিটে তিনি ফেসবুকে পোস্ট দেন তাকে কেউ অনুসরণ করছে। তার কিছু হলে দায়ী হবেন ফয়জুল্লাহ-আলতাফ গং। তারপর তাকে তুলে নিয়ে যাওয়া হয়। ওই সময় আশরাফের অবস্থান ছিল মোহাম্মদপুর বেড়িবাঁধে। ৮ জুলাই বেড়িবাঁধের কাছেই অপহরণকারীরা তাকে ফেলে রেখে যায়। একটি মুঠোফোনের দোকান থেকে তিনি যোগাযোগ করলে জসিম উদ্দিন গিয়ে তাকে নিয়ে আসেন। সকালে তারা পুলিশের সঙ্গে দেখা করেন।

জসিম উদ্দিন আরও বলেন, দুদিনের অজ্ঞাতবাসে অপহরণকারীরা আশরাফের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করেছেন যে তিনি আর ফেসবুকে লেখালেখি করবেন না।

লালবাগ থানার ওসি কে এম আশরাফ হোসেন আশরাফ মাহাদীকে কেন অপহরণ করা হয়েছে তা তিনি জানেন না। আশরাফ ফেরত এসেছেন এটা তিনি জানতে পেরেছেন।

উল্লেখ্য, মাওলানা আশরাফ মাহদী বর্তমানে মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধায়নরত। কওমী মাদরাসা সংশ্লিষ্ট দুর্নীতির বিরুদ্ধে তিনি ফেইসবুকে লেখালেখি করে জনপ্রিয়তা অর্জন করেন।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন শেখ হাসিনা Apr 19, 2024
img
প্রধানমন্ত্রী ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন : অর্থমন্ত্রী Apr 19, 2024
img
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে ঢুকে গেল বাস, প্রাণ গেল প্রকৌশলীর Apr 19, 2024
img
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি Apr 19, 2024
img
৩টি ড্রোন ধ্বংস করল ইরান, ইসফাহানের পারমাণবিক স্থাপনা নিরাপদ Apr 19, 2024
img
সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম Apr 19, 2024
img
‘যারা নুন-ভাতের চিন্তা করতে পারত না তারা মাছ-মাংসের চিন্তা করে’ Apr 19, 2024
img
ইরানে ইসরায়েলি হামলা, লাফিয়ে বাড়ল তেল ও স্বর্ণের দাম Apr 19, 2024
img
ঢাকাসহ ৬ বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস Apr 19, 2024
img
মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরও ১৩ বিজিপি সদস্য Apr 19, 2024