ইন্টার্ণ চিকিৎসক নেতার ওপর হামলা : চমেকে কর্মবিরতি-বিক্ষোভ

অনির্দিষ্টকালের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম মেডিকেলের (চমেক) ইন্টার্ন চিকিৎসকরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) ডক্টরস অ্যাসোসিয়শেনের (আইডিএ) আহবায়কের ওপর হামলার প্রতিবাদে তারা এ আন্দোলনে নেমেছেন।

আন্দোলনকারীদের অভিযোগ বুধবার গভীর রাতে চমেক ছাত্রলীগের একাংশ আইডিএ-এর আহবায়কের ওপর হামলা চালায়।

এঘটনার পর আইডিএ-এর যুগ্ম-আহবায়ক ও চমেক কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি এম এ আউয়াল রাফি জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে বন্দরনগরীর গুলজার মোড় এলাকায় চমেক ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী লাঠি ও বোতল দিয়ে আইডিএ আহবায়ক ওসমান গণি ও পঞ্চম বর্ষের শিক্ষার্থী সানি হাসনাইন প্রান্তিকের ওপর হামলা চালায়।

পরে ওই দুইজন চকবাজার থানায় মামলা করার জন্য ছাত্রাবাস থেকে বের হলে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের ওপর ফের হামলা করে ছাত্রলীগের কর্মীরা। আইডিএ-এর দুই নেতা এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এব্যাপারে হামলার শিকার আইডিএ-এর আহ্বায়ক ওসমান গণি বলেন, হামলাকারীরা মেডিকেল শিক্ষার্থীদের নামে কলঙ্গ। তারা দুর্বৃত্ত। তারা কোনো কারণ ছাড়াই ক্যাম্পাস উত্তপ্ত করতে চাইছে।

ওসমান গণি আরও বলেন, যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেবে, ততক্ষণ পর্যন্ত ইন্টার্ণ চিকিৎসকদের আন্দোলন চলবে।

একটি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মূল ছাত্রাবাসে ছাত্রলীগের দুই গ্রুপের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়লে কর্তৃপক্ষ রাতে ছাত্রাবাস খালি করে দেয়। এ ঘটনার পর এক গ্রুপের সদস্যরা অন্য গ্রুপের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা করতে যাওয়ার সময় তাদের ওপর হামলার ঘটনা ঘটে।

এব্যাপারে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবির বলেন, চমেকের সব বিভাগের বিভাগীয় প্রধানদের নিয়ে সভা আহ্বান করা হয়েছে। ওই সভায় ছাত্রনেতারাও উপস্থিত থাকবেন। আমি মনেকরি, আলোচনার মাধ্যমে একটা সমাধান হবে।

 

টাইমস/এসএন

Share this news on: