এবার সব শ্রেণির ভর্তিতে লটারি

করোনাভাইরাস পরিস্থিতির কারণে এ বছর মাধ্যমিক এবং প্রাথমিক সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

তিনি বলেছেন, করোনা পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীদের স্কুলে এনে ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়টি ঝুঁকিপূর্ণ। তাই বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তিতে ‘ক্যাচমেন্ট (এলাকাভিত্তিক) কোটা’ ৪০ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে। আর ক্লাস্টারভিত্তিক লটারিতে ঢাকার শিক্ষার্থীরা একটির জায়গায় এবার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করার সুযোগ পাবে বলেও জানান শিক্ষামন্ত্রী ।

কোভিড-১৯ মহামারীর মধ্যে এবার পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা এবং প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষা নেবে না সরকার। আর অষ্টমের সমাপনী এবং এসএসসি ও সমমানের ফলফলের ভিত্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: