সুনামগঞ্জে স্ত্রীদের মামলায় ৪৭ স্বামীকে খালাস দিলেন আদালত

সুনামগঞ্জে নারী নির্যাতনের মামলায় স্বামী-স্ত্রীকে একসঙ্গে থাকার শর্তে কাউকে কারাগারে না পাঠিয়ে মামলা নিষ্পত্তি করেছেন আদালত। মামলায় অভিযুক্তদের দণ্ড না দিয়ে আসামিপক্ষের অঙ্গীকার নেন বিচারক। স্বজন ও সন্তানদের ভবিষ্যৎ বিবেচনায় মামলার এমন নিষ্পত্তিকে যুগান্তকারী বলছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

বুধবার সকাল থেকেই সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শুরু হয় তৎপরতা। একে একে ৪৭টি মামলার আসামি ও বাদীপক্ষ হাজির হন বিচারক জাকির হোসেনের আদালতে। সবার উপস্থিতিতে একযোগে মামলাগুলোর রায় ঘোষণা করা হয়।

এ সময় শান্তিপূর্ণভাবে দাম্পত্যজীবন কাটানো, যৌতুক না চাওয়া ও ভবিষ্যতে নির্যাতন না করাসহ ছয়টি শর্ত দেয়া হয়। রায় ঘোষণার পর ৪৭ দম্পতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

আদালতের পিপি নান্টু রায় বলেন, ৪৭টি পরিবারকে জোড়া লাগিয়ে দিয়ে আদালত বিরল রায় দিয়েছে। এর ফলে স্ত্রী ফিরে পেয়েছেন স্বামী, সন্তান ফিরে পেয়েছে বাবা।

প্রসঙ্গত, সুনামগঞ্জে এখনো ২২শ' নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা বিচারাধীন রয়েছে।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on:

সর্বশেষ