ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানী, সম্পাদক মসিউর

পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২১-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) মোরসালীন নোমানী। তিনি পেয়েছেন ৫২৬ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সমকালের মশিউর রহমান খান। তিনি পেয়েছেন ৬৯২ ভোট।

ডিআরইউয়ের নসরুল হামিদ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত। সন্ধ্যায় নির্বাচনের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ। তবে তিনি অসুস্থ থাকায় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল।

নির্বাচনে সহসভাপতি পদে ওসমান গনি বাবুল, যুগ্ম সম্পাদক পদে আরাফাত দাড়িয়া, অর্থ সম্পাদক পদে শাহ আলম নূর, সাংগঠনিক সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল নির্বাচিত হয়েছেন।

এছাড়া দপ্তর সম্পাদক পদে জাফর ইকবাল, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, অ্যাপায়ন সম্পাদক মোহাম্মদ নইমুদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক হালিম মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা নির্বাচিত হয়েছেন।

ডিআরইউ-র কার্যনিবাহী সদস্য হিসেবে জয় পেয়েছেন এমএম জসিম, রহমান আজিজ, রোমানা জামান, মাহবুবুর রহমান, রফিক রাফি, নারগিস জুঁই ও জাহাঙ্গীর কিরন।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: