ডা. আকাশের স্ত্রী মিতুসহ ছয়জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের তরুণ চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার বিকেলে আকাশের মোরশেদের মা জোবেদা খানম চান্দগাঁও থানায় এ মামলা দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, মামলায় আসামি হিসেবে মোস্তফা মোরশেদের স্ত্রী চিকিৎসক তানজিলা হক চৌধুরী মিতু, শ্বশুর আনিসুল হক চৌধুরী, শাশুড়ি শামীম শেলী, শ্যালিকা সানজিলা হক চৌধুরী, স্ত্রীর বন্ধু মাহবুবুল হক ও যুক্তরাষ্ট্রপ্রবাসী ভারতীয় নাগরিক প্যাটেলের নাম উল্লেখ করা হয়েছে।

এদিকে, আকাশের দেওয়া ফেসবুক স্ট্যাটাসের ‘ডায়িং ডিক্লারেশন’ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানান চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মিজানুর রহমান।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নগরের নন্দনকানন এলাকা থেকে আকাশের স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, ৩২ বছর বয়সী আকাশ চট্টগ্রাম মেডিকেলের ১৩ নম্বর ওয়ার্ডে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার ভোরে চান্দগাঁও আবাসিক এলাকার বাসায় ইনজেকশনের মাধ্যমে নিজের শরীরে বিষ প্রয়োগ করে তিনি আত্মহত্যা করেন।

নিহত মোস্তফা আকাশ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল এলাকার মৃত আবদুস সবুরের ছেলে। তিনি এমবিবিএস শেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এফসিপিএস পড়ছিলেন। 

 

টাইমস/ কেআরএস

Share this news on: