‘শেখ হাসিনা আল্লাহওয়ালা মানুষদের ভালোবাসেন’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল্লাহওয়ালা মানুষদের ভালোবাসেন। তাই প্রত্যেক উপজেলায় একটি করে মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করেছেন। আরবি বিশ্ববিদ্যালয় করেছেন।

শুক্রবার দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর আল জামিয়াতুল ইসলামিয়া ওবাইদিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে জুমার নামাজ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়ে দেশে নজির সৃষ্টি করেছেন। তিনি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন।

যারা ইসলামের প্রচার করে, তারা জঙ্গিবাদে জড়াতে পারে না। ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা আল্লাহর ওপর অগাধ বিশ্বাস রাখেন। তারা জঙ্গিবাদ নয়, ইসলামের প্রচারে কাজ করেন।

‘একসময় দেশে জঙ্গি ও সন্ত্রাস করে দেশকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু দেশের শান্তিপ্রিয় মানুষ তা হতে দেয়নি।’

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী দেশে সুখ শান্তি অব্যাহত রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

মাদ্রাসার পরিচালক মাওলানা সালাউদ্দিনের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা এইচএম আবু তৈয়ব, এম আর আজিম, মাওলানা ফরিদউদ্দিন আল মোবারক, মিসর থেকে আগত শেখ হায়তন মোস্তাফা, মাওলানা শিহাব উদ্দিন প্রমুখ।

 

টাইমস/এক্স

Share this news on: