আল্লামা শফীর দোয়া নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের হাটহাজারীতে এসে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে দেখা করে দোয়া নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার বিকালে হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় (হাটহাজারী বড় মাদ্রাসা) গিয়ে হেফাজত আমিরের দোয়া নেন তিনি।

পরে হেফাজত আমিরের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা ভালোভাবে অনুষ্ঠানে শফী হুজুরের কাছ থেকে দোয়া নিতে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

হুজুরও বিশেষভাবে দোয়া করেছেন এবং ইজতেমার সার্বিক নিরাপত্তা, তত্ত্বাবধান ও কার্যক্রম সুন্দর এবং নির্বিঘ্নে করার অনুরোধ জানিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী গত বছর এসে যথেষ্ট খুশি হয়েছিলেন। এবারও তিনি তেমন পুলক অনুভব করেছেন বলে জানিয়েছেন।’

প্রসঙ্গত, আসাদুজ্জামান কামাল গত বছরের ২ ফেব্রুয়ারিও হাটহাজারী মাদ্রাসায় গিয়ে আহমদ শফীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

একাদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে পুনরায় স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে ঠিক এক বছরের মাথায় ফের হেফাজত আমিরের কাছে গেলেন তিনি।

 

টাইমস/এক্স

Share this news on: