‘পরিবারের সবাই একসঙ্গে দেখা যাবে, এমন সিনেমা বানান’

পরিবার-পরিজন নিয়ে দেখা যায় এমন চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সিনেমাগুলো সেভাবেই তৈরি করতে হবে, যেন পরিবার-পরিজন নিয়ে এক সঙ্গে বসে দেখা যায়।

রোববার (১৭ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের খারাপ অবস্থা সরকার দেখতে চায় না। একসময় টেলিভিশন যুগের আবির্ভাবে সিনেমাশিল্প থমকে গেলেও এখন আবার সিনেমার যুগ ফিরে এসেছে।

শেখ হাসিনা বলেন, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এখনও সিনেমা দেখছেন। অনেকেই হয়তো সিনেমা হলে যায়, আবার কেউ হয়তো ঘরে বসে টেলিভিশনে দেখে। কিন্তু আমাদের এমন সিনেমা বানাতে হবে, যেন পরিবারের সবাই এক সঙ্গে বসে সিনেমা দেখা যায়।

 

টাইমস/এসএন

Share this news on: