জামিন পেলেন আলোকচিত্রী শহিদুল আলম

তথ্যপ্রযুক্তি আইনের মামলায় কারাগারে থাকা আলোকচিত্রী শহিদুল আলমকে জামিন দিয়েছে হাইকোর্ট। তিনি ১০২ দিন ধরে আটক রয়েছেন। বৃহস্পতিবার বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিনের আবেদন মঞ্জুর করেন। 

নিরাপদ সড়ক আন্দোলনে উসকানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগে ৫ আগস্ট রাতে রাজধানীর ধানমণ্ডির বাসা গ্রেফতার হন শহিদুল। ১২ আগস্ট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে ১১ সেপ্টেম্বর নিম্ন আদালতে শহিদুল আলমের জামিন নামঞ্জুর করা হয়।

Share this news on: