কিশোরগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে ভুল চিকিৎসায় রাশেদা বেগম নামে প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের সম্ভুপুর এলাকার সাজেদা-আলাল হাসপাতালে এ ঘটনা ঘটে।

রাশেদা বেগম ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদি মধ্যপাড়া গ্রামের আবুল বাশারের স্ত্রী। তিনি চার সন্তানের জননী।

এ ঘটনায় রোগীর স্বজনরা হাসপাতলে ভাংচুর চালায়। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্বজনরা জানায়, রবিবার বিকালে রাশেদা বেগমকে সাজেদা আলাল (প্রা.) হাসপাতালে ভর্তি করা হয়। তার অপারেশন করেন ডা. নাহিদা নাজনীন। অপারেশনের সময় এনেস্থিসিয়া দেয় ডা. আবদুল্লাহ-আল মামুন। অপারেশনের কিছুক্ষণ পরেই রাশেদা মারা যান বলে স্বজনরা অভিযোগ করেন। তবে বাচ্চাটি জীবিত আছে।

রাশেদার স্বামী আবুল বাশারের দাবি, অপারেশনের সময় এনেস্থিসিয়া ভুল করার কারণে রাশেদা মারা গেছে। এদিকে ঘটনার পর পর হাসপাতালের ম্যানেজার, নার্স ও অন্যান্য কর্মচারীরা পালিয়ে যায়।

 

টাইমস/এসজে

Share this news on: