প্রধানমন্ত্রীর পর এবার পুলিশকে একই নির্দেশ রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর পর এবার রাষ্ট্রপতিও জনগণকে হয়রানি না করতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

পুলিশ সপ্তাহ ২০১৯ উপলক্ষে বুধবার বঙ্গভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ নির্দেশ দেন।

আবদুল হামিদ বলেন, জনগণকে হয়রানি মুক্ত সেবা নিশ্চিত করতে সেবা প্রার্থীদের প্রয়োজনীয় আইনি সহায়তা ও পরামর্শ দানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

তিনি বলেন, সেবা প্রার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সে জন্যে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পুলিশ বাহিনীকে কাজ করতে হবে।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, পুলিশ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ ও জনগণের সেবা প্রদান করবে।

গত সোমবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে ‘পুলিশ সপ্তাহ-২০১৯’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীও একই নির্দেশ দেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা দেশের বিভিন্ন পরিবার থেকে এসেছেন। মানুষের নিরাপত্তা নিশ্চিত করা মানে আপনাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা আপনাদের দায়িত্ব। আপনাদের হাতে কোনো নিরীহ জনগণ যেন নির্যাতন বা হয়রানির শিকার না হয়। বরং কেউ হয়রানি হলে আপনারা তাদের সর্বোচ্চ সহায়তা দেবেন। এটাই আপনাদের কর্তব্য।

 

টাইমস/এক্স

Share this news on: