বিস্ফোরণে দগ্ধ মিরকাদিম পৌর মেয়রের স্ত্রীর মৃত্যু

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার মেয়রের বাসায় বিস্ফোরণের ঘটনায় আহত মেয়রের স্ত্রী কানন বেগম (৪০) মারা গেছেন। শনিবার (১০ এপ্রিল) দুপুর ১২ টা ৫৫ মিনিটের দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, কানন বেগমের অবস্থা আগে থেকেই সংকটাপন্ন ছিলো। তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।

মেয়র আবদুস সালামের স্ত্রী কানন বেগমের বয়স হয়েছিল ৪০ বছর।

মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা বাচ্চু মিয়া।

গত মঙ্গলবার মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস ছালামের রামগোপালপুরের বাস ভবনে ওয়ার্ড কাউন্সিলদের নিয়ে বৈঠক চলছিল। হঠাৎ একটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মেয়রের দ্বিতীয় স্ত্রী, পৌর সচিব ও তিন কাউন্সিলরসহ ১৩ জন দগ্ধ হন।

 

টাইমস/এসজে

Share this news on: