ভোলায় পাথরবোঝাই বাল্কহেড ও লঞ্চডুবি

ভোলায় কালবৈশাখী ঝড়ে একটি পাথরবোঝাই বাল্কহেড ও ঘাটে বাঁধা একটি ছোট লঞ্চডুবির ঘটনা ঘটেছে। শনিবার (১৭ এপ্রিল) সকালে ভোলা সদর উপজেলার রাজাপুর ও চরফ্যাশন উপজেলার ঢালচর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভোলা ইলিশ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার পাল বলেন, ভোলার মেঘনা নদীর ভাঙন রোধে ক্লাবের কাজে ব্যবহারের জন্য কিশোরগঞ্জ থেকে পাথরবোঝাই এমভি জেআরবি নামের বাল্কহেডটি আসে। এসময় ভোলার জোরখাল মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে বাল্কহেডটি ডুবে যায়। তবে বাল্কহেডে থাকা শ্রমিকরা তীরে উঠে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরো জানান, ভলগেটটি মেঘনা নদীতে সম্পূর্ণ তলিয়ে গেছে। এতে প্রায় ৭০-৮০ লাখ টাকার ক্ষতি হতে পারে। ভলগেটটি উদ্ধারের জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি।

অপরদিকে কালবৈশাখী ঝড়ে চরফ্যাশনের ঢালচরে ঘাটে বাঁধা একটি ছোট লঞ্চ ডুবে যায়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঢালচর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, ডুবে যাওয়া লঞ্চটি কয়েক বছর ধরে ঢালচর থেকে চরফ্যাশনের কচ্ছপিয়া ঘাটে যাত্রী ও মালামালে আনা-নেয়ার কাজে ব্যবহৃত হয়ে আসছিল।

 

টাইমস/এসজে

Share this news on: