লকডাউনে ঢাকা উত্তর সিটিতে একদিনে ৪০ মামলা

করোনা সংক্রমণ রোধে লকডাউন নিশ্চিত করতে তৎপর রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। রোববার (১৮ এপ্রিল) লকডাউন চলাকালে সরকারের নির্দেশনা অমান্য করায় ৪০টি মামলা দায়ের করেছে ডিএনসিসি। এছাড়া ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করা, লাইসেন্স ব্যতীত ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব্যবসা করা, মাস্ক না পরার কারণে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত ৪০টি মামলা করেন। এসব মামলায় ৮৫ হাজার ১শ’ ৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত ডিএনসিসি এলাকার ৩ নম্বর অঞ্চলে ২৫টি, ৯ নম্বর অঞ্চলে ১২টি এবং ১০ নম্বর অঞ্চলে ৩টি মামলায় সর্বমোট ৮৫ হাজার ১শ’ ৫০ টাকা জরিমানা আদায় করেন।

ডিএনসিসি’র একটি সূত্র জানিয়েছে, সরকার ঘোষিত লকডাউন নিশ্চিত করতে উত্তর সিটি করপোরেশন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান অব্যাহত রাখবে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সরকারি নির্দেশনা মেনে ডিএনসিসি সর্বোচ্চ ভূমিকা পালন করবে।

 

টাইমস/এসএন

Share this news on: