লকডাউনে প্রধানমন্ত্রীর উপহার পেল ঝিনাইদহের এক হাজার পরিবার

ঝিনাইদহে করোনার সংক্রমণ রোধে সর্বাত্মক লকডাউনে কর্মহীন ও অসহায় এক হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে চাউল ও নগদ টাকা বিতরণ করে জেলা প্রশাসন। এসময় এক হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার দেয়া ১০ কেজি চাউল ও একই সাথে প্রত্যেককে ২’শত টাকা সহায়তা দেয়া হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রশিদ, নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, চলমান লকডাউনে ঝিনাইদহের অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার প্রথম দফায় ১ হাজার পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে পরিবহন শ্রমিক, হোটেল শ্রমিক, রিক্সাচালক, চা দোকানীসহ শ্রমজীবী মানুষের মাঝে এ সহায়তা প্রদান করা হবে।

 

টাইমস/এসএন

Share this news on: