রাজশাহীতে লকডাউনে কর্মহীন মানুষের সহায়তায় সেনাবাহিনী

সর্বাত্মক লকডাউনে রাজশাহীর কর্মহীন অস্বচ্ছল মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। তালিকা ধরে নয়, বরং চলতি পথে যখন যেখানেই অসহায় মানুষ পাচ্ছেন, তার হাতেই সেনা সদস্যরা তুলে দিচ্ছেন খাদ্য সহায়তা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নগরীর মহিষবাথান উত্তরপাড়া এলাকার ১০০টি দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল ও তেলসহ বিভিন্ন শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনা সদস্যরা।

আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড-আর্টডকের অধীনস্থ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার এই সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

রাজশাহী সেনানিবাসের বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের মেজর ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ গণমাধ্যমকে জানান, সেনা সদস্যদের জন্য বরাদ্দকৃত খাবারের একটা অংশ বাঁচিয়ে লকডাউনে কর্মহীন ও দরিদ্র মানুষের সহায়তায় বিতরণ করা হচ্ছে।

তিনি জানান, এর আগে রাজশাহী জেলা ও মহানগরীর প্রায় তিন হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে সেনাবাহিনী।

 

টাইমস/এসএন

Share this news on: