চট্টগ্রামে পিকনিকের বাস থেকে ইয়াবা উদ্ধার

চট্টগ্রামে পিকনিকের বাস থেকে দুই লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)। এসময় পাচারকারী সন্দেহে ছয়জনকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

শনিবার সকাল ৭টার দিকে নগরীর কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর ওপরে এ ঘটনা ঘটে। র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পিকনিকের বাসটি কক্সবাজার প্রমোদ ভ্রমণ শেষে যশোরে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর ওপরে বাসটি থামিয়ে তল্লাশি চালিয়ে দুই লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় পাচারকারী সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে।

র‌্যাব চট্টগ্রাম জোনের উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম জানান, বাসের সিটের উপরে লাগেজ রাখার স্থানে ইয়াবা রেখে সেখানে টিন দিয়ে আটকে দেয়া হয়েছিল।

তিনি আরও বলেন, পিকনিক বাসের অনেক যাত্রীই জানতেন না, সেখানে ইয়াবা আছে। কিন্তু যে ৬ জনকে আমরা আটক করা হয়েছে, তারা জানতেন বলে আমরা নিশ্চিত হয়েছি।

 

টাইমস/এসআর/জিএস

Share this news on: