ময়মনসিংহে হত্যা মামলায় স্ত্রী-ছেলেসহ এসআই গ্রেফতার

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় সেলিম হত্যা মামলায় পুলিশের এক এসআই, তার স্ত্রী ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার এসআই মোহাম্মদ আলী জামালপুর সদর থানায় কর্মরত রয়েছেন।

সোমবার সকালে ফুলবাড়ীয়া থানার ওসি শেখ কবিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯ টার দিকে এসআই মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ সেলিমকে তার গরুর খামারে ডেকে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় রিয়াদের বাবা ঘটনাটি টের পেয়ে সেলিমকে উদ্ধার করে ফুলবাড়ীয়া উপজেলা হাসপাতালে নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে সেলিম মারা যান।

ফুলবাড়ীয়া থানার ওসি শেখ কবিরুল ইসলাম জানান, এ ঘটনায় রোববার রাতে সেলিমের স্ত্রী বাদী হয়ে এসআই মোহাম্মদ আলী, তার স্ত্রী ফিরোজা বেগম, ছেলে রিয়াদ, মোহাম্মদ আলীর সৎভাই মহব্বত ও ভাগ্নে ফরহানকে আসামী করে মামলা দায়ের করেন। পাঁচজনের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

এসআই মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ মাদকাসক্ত ও বখাটে বলেও অভিযোগ করেন স্থানীয়রা। 

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: