বঙ্গবন্ধুর নাম ঢেকে আতিকুলের নির্বাচনী প্রচার!

প্রতীক বরাদ্দের পর রোববার থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনের প্রচারণা শুরু হয়েছে।

তবে সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণার মাঠে নেমেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম।

তাছাড়া নির্বাচনী প্রচারের অংশ হিসেবে উত্তর সিটি জুড়েই আতিকুল ইসলামের পক্ষে ভোট চেয়ে নৌকা প্রতীকের বিভিন্ন পোস্টার ব্যানার টানানো হয়েছে।

উত্তর সিটির খিলক্ষেত এলাকাও ক্ষমতাসীন দলের এই মেয়রপ্রার্থীর নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে।

তবে খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা রিজেন্সি হোটেলের সামনের ফুটওভার ব্রিজের রেলিংয়ে টানানো একটি নির্বাচনী ব্যানার দেখে চোখ আটকে গেল! সেখানে ‘ব্ঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক’ নির্দেশক একটি নামফলক ঢেকে আতিকুল ইসলামের নির্বাচনী ব্যানার টানানো হয়েছে।

ঢাকা ও আশেরপাশের জেলার গুরুত্বপূর্ণ জায়গার অবস্থান কোন দিকে তা বোঝাতে ফুটওভার ব্রিজে এ ধরনের বিভিন্ন পথ নির্দেশকমূলক নামফলক থাকে। যা দেখে পথচারী ও গাড়িচালকরা তাদের গন্তব্যস্থল কোনদিকে তা জানতে পারেন।

রবিউল ইসলাম নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন, ‘ভোটের আগে নির্বাচনী প্রচার স্বাভাবিক বিষয়। কিন্তু গুরুত্বপূর্ণ নামফলক ঢেকে ব্যানার টানানো ঠিক হয়নি।’

তাছাড়া বঙ্গবন্ধু লেখা নামফলকের ওপর আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর ব্যানার টানানো দায়িত্বহীনতার পরিচয় বলেও মনে  করেন এই শিক্ষার্থী।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাইদুর রহমান জুয়েল বাংলাদেশ টাইমস’কে বলেন, ‘বঙ্গবন্ধুর অবস্থান সবার ওপরে। এখানে মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের কোনো দোষ নেই। দোষ তার কর্মীদের। তারা দেখেশুনে ব্যানারটি টানালে এরকম হতো না। তবে বিষয়টি দৃষ্টিকটু হওয়ায় দ্রুত তা সরানো উচিৎ।’

ঢাকা উত্তর মহানগর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম বাংলাদেশ টাইমস’কে বলেন, ‘এ বিষয়ে আমার কথা বলা উচিৎ না। তবে ব্যক্তিগত মতামত হলো বঙ্গবন্ধু লেখা নামফলকের ওপর ব্যানার টানানো উচিৎ হয়নি। দ্রুত এটি সরিয়ে ফেলতে হবে।’

নাম প্রকাশ না করার শর্তে সড়ক ও জনপথ ঢাকা বিভাগের এক কর্মকর্তা বাংলাদেশ টাইমস’কে বলেন, ‘উন্নত বিশ্বের আদলে ঢাকায় সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাইনগুলোকে অ্যানালগ থেকে ডিজিটাল করা হচ্ছে। যা সড়কের সৌন্দর্য বৃদ্ধি করছে। এমন অবস্থায় যততত্র ব্যানার ফেস্টুন আমাদের পুরো কার্যক্রমকে ব্যাহত করছে।’

এ বিষয়ে জানতে ঢাকা উত্তর সিটির মেয়রপ্রার্থী আতিকুল ইসলামকে ফোন করা হলে তার এপিএস ইমন কল রিসিভ করে বলেন, ‘স্যার প্রচারণায় ব্যস্ত আছেন। এখন কথা বলতে পারবেন না।’

 

টাইমস/জেডটি/টিআর

Share this news on: