ঝিনাইদহে করোনায় ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৯০

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন করোনায় আক্রান্ত হয়ে ও একজন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এছাড়া জেলায় নতুন করে গত ২৪ ঘণ্টায় ১৬৪ জনের নমুনা পরীক্ষায় ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। ঝিনাইদহ সদর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন। অপর একজন মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

মৃতরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই এলাকার গণি মিয়ার ছেলে আমিনুল হক (৫৭), শহরের ব্যাপারিপাড়ার কেরামত আলীর স্ত্রী খাদিজা বেগম (৭২), আরাপপুর এলাকার খন্দকার শাহ আলম (৬০) ও শৈলকুপার কাজীপড়ার খলিলুর রহমানরে ছেলে জিহাদ ইসলাম (১৪)।

ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মিথিলা খাতুন গণমাধ্যমকে জানান, সদর হাসপাতালের করোনা ইউনিটে রোগীর চাপ বেড়ে গেছে। চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন।

 

টাইমস/এফএ/এসএন

Share this news on: