গফরগাঁওয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির

ময়মনসিংহের গফরগাঁওয়ে আব্দুল মান্নান খান ফাউন্ডেশনের উদ্যোগে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে সহযোগিতা করেছে ময়মনসিংহের ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল।

বুধবার উপজেলার বীর খারুয়া মড়লবাড়ি ঈদগাহ মাঠে এ চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়।

জানা যায়, বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত চক্ষু চিকিৎসা শিবিরে ময়মনসিংহের ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের ডা. মনিষা ঘোষের নেতৃত্বে ১০ জনের একটি টিম পাঁচ শতাধিক চক্ষু রোগীকে সেবা প্রদান করেন। এর মধ্যে ৮০ জন রোগীকে চক্ষু অপারেশনের জন্য বাছাই ও ১৩৫ জন রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।

পরে বিনামূল্যে বাছাইকৃত অপারেশনের রোগীদের ময়মনসিংহ ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরটিতে সার্বিক তত্ত্বাবধান করেন ডা. এ টি এম খলিলুর রহমান খোকা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আকরাম হোসেন, হানিফ মোহাম্মদ প্রমুখ।

 

টাইমস/এইচইউ

Share this news on: