চট্টগ্রামে দুইদিনে ৪০ জন চিকিৎসককে বদলির আদেশ

চট্টগ্রাম থেকে দুই দিনে ৪০ জন চিকিৎসককে বদলি করে পার্বত্য চট্টগ্রামের তিন জেলার পাহাড়ি উপজেলাগুলোতে পদায়ন করা হয়েছে। আদেশ পাওয়ার তিনদিনের মধ্যে তাদেরকে পদায়নকৃত স্থানে যোগদান করতে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. মো. আবুল কাশেম এই তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার ও মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. মো. আবুল কালাম স্বাক্ষরিত তিনটি আলাদা আদেশে তাদের বদলির কথা বলা হয়েছে। সোমবার প্রথম আদেশে ১৭ জন ও দ্বিতীয় আদেশে ৯ জন এবং মঙ্গলবার তৃতীয় আদেশে ১৪ চিকিৎসককে বদলি করা হয়েছে।

তিনি জানান, বদলিকৃত চিকিৎসকদের পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে তাদের পদায়ন করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, চট্টগ্রামে ১০০ টি উপজেলায় ৯১টি স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে ২১ টি কমপ্লেক্সে ৬ জনেরও কম চিকিৎসক রয়েছেন। ফলে যে হাসপাতাল কমপ্লেক্সে চিকিৎসক সংখ্যা কম, এমন হাসপাতাল কমপ্লেক্সে ৪০ জন চিকিৎসক বদলি করা হয়েছে।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: