৫০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি সচিব

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপ-নির্বাচন ও দুই সিটির (উত্তর ও দক্ষিণ) কাউন্সিলর পদে নির্বাচনে সব মিলিয়ে ৫০ শতাংশের মতো ভোট পড়তে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানান তিনি।

শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে জানিয়ে তিনি বলেন, শুধু ঢাকায় নয়, পটুয়াখালী ও আমতলী পৌরসভা ও ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়েছে। সেই এলাকাগুলোতেও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কোনো কেন্দ্রে ভোট স্থগিত করা হয়নি।

তবে ভোটারদের উপস্থিতি নিয়ে তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে বড় কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটারদের উপস্থিতি কম ছিল। তবে যেসব কেন্দ্রে কাউন্সিলর পদে ভোট হয়েছে সেখানে ভোটার উপস্থিতি অনেক বেশি ছিল বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক মারা যাওয়ায় উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর ও নারী কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

টাইমস/ কেআরএস

Share this news on: