৬১ যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের ঢাকায় জরুরি অবতরণ

কারিগরি ত্রুটির কারণে বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-সিলেট রুটের একটি যাত্রীবাহী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ৬১ জন যাত্রী নিয়ে বিমানটি অবতরণ করে। বিমানের পেছনের চাকায় ফাটল ধরেছিল বলে জানিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক নূরে আলম সিদ্দিকী।

তিনি বলেন, কারিগরি সমস্যা থাকায় বিমানটি জরুরি অবতরণ করেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যাত্রীসহ সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিজি৪০২ নম্বর ফ্লাইটটি সিলেট থেকে ঢাকা আসছিল। প্রথমবার অবতরণ করতে গেলে চাকা না খোলায় রানওয়ের ওপর দিয়ে চলে যায়। জানা যায়, বিমানের পেছনের চাকা ফেটে গেছে। পরে দ্বিতীয়বার ঝুঁকি নিয়ে জরুরি অবতরণ করে বিমানটি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

 

টাইমস/এসআই

Share this news on: