খুলনায় নয় দফা দাবিতে আন্দোলনে পাটকল শ্রমিকরা

খুলনায় বকেয়া মজুরি প্রদান, বদলিকৃত শ্রমিকদের পুনরায় কারখানায় স্থায়ীকরণসহ ৯ দফা দাবিতে আন্দোলনে নেমেছে পাটকল শ্রমিকরা।

সোমবার সকালে কর্মসূচীর অংশ হিসেবে শ্রমিকরা খুলনার খালিশপুর শিল্পাঞ্চলে বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলে অংশ নেয় ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, আলিম ও ইস্টার্ন মিলসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শ্রমিকরা।

বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পাটকল শ্রমিক লীগের সভাপতি সরদার মোতাহার উদ্দিন, শ্রমিক নেতা সেলিম আকন, কাওসার আলী মৃধা, মো. মুরাদ হোসেন, মো. সোহরাব হোসেন, হেমায়েত উদ্দিন আজাদী, আবু দাউদ দ্বীন মোহাম্মাদ, মিন্টু গাজী প্রমুখ।

এর আগে শনিবার রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ শ্রমিক নেতারা আন্দোলনের কর্মসূচী ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে- ৮ মার্চ পাটকলে শ্রমিক সমাবেশ, ১০ মার্চ লাল পতাকা মিছিল, ১২ মার্চ ধর্মঘট পালন, ১৯ মার্চ থেকে ৪৮ ঘণ্টা ধর্মঘট ও বিক্ষোভ মিছিল এবং ২৪ মার্চ ঢাকায় বৈঠক।

টাইমস/এসআর/এইচইউ

Share this news on:

সর্বশেষ