কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে বিজয় মিয়া নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আদালত তাকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে। অনাদায়ে আরও আট মাস কারাগারে থাকার নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার কুষ্টিয়া নারী ও শিশুনির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত বিজয় মিয়া ভেড়ামারা উপজেলার নওদা ক্ষেমিরদিয়া গ্রামের সাহাবুল ইসলামের ছেলে।

জজ আদালতের পিপি আকরাম হোসেন বলেন, পৃথক দুই মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং আরও একটি ধারায় সাত বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর স্ত্রী ববিতা খাতুনকে (২০) গলায় ওড়না পেঁচিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এছাড়া ২০১৩ সালের ২৪ জুন একটি ধর্ষণচেষ্টার মামলাও হয়। উভয় মামলায় ভেড়ামারা থানার পুলিশ তার বিরুদ্ধে আদালতে অভিযোগত্র দেয়।

 

টাইমস/এইচইউ

Share this news on: