নোয়াখালীতে বিশ্ব কিডনি দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি

নোয়াখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব কিডনি দিবস। দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশের আয়োজন করে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ ও ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। এছাড়া দিবসটি উপলক্ষ্যে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সকল কিডনি রোগীর মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার সকাল ৯টায় নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে র‌্যালিটি বের করে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেনারেল হাসপাতাল চত্তরে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা কিডনি রোগের কারণ, লক্ষণ ও করণীয় তুলে ধরে বক্তব্য রাখেন।

এসময় বক্তব্য রাখেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. খলিল উল্যা, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও কিডনি বিভাগের প্রধান ডা. ফজলে এলাহী খাঁন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ নোয়াখালীর সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম, কিডনি বিভাগের ডাক্তার মমিনুল ইসলাম প্রমুখ।

 

টাইমস/এইচইউ

Share this news on: