তুরাগ তীরে হাউজিং প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা উচ্ছেদ

তুরাগ তীরে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে ঢাকার সাভার থানার বড়দেশী এলাকায় আবার অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া অভিযান বিকাল ৫টা পর্যন্ত চলবে।

বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক একেএম আরিফ উদ্দিন বলেন, অভিযানের ১৮তম দিনের শুরুতে বড়দেশী মৌজায় বিপুল সীমানা প্রাচীর ভেঙ্গে দেওয়া হয়।

এর আগে বুধবার মোহাম্মাদপুরে ঢাকা উদ্যান, রামচন্দ্রপুর এলাকায় এবং বিপরীত পার্শ্বে সাভার থানার বড়দেশী মৌজায় তুরাগ তীরে সিলিকন সিটি হাউজিং, আকাশ নীলা ওয়েস্টার্ন সিটি লি:, অর্ণিবান ও তুরাগ হাউজিং এলাকায় ৫৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এছাড়া মঙ্গলবার মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় ৫৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক বৈঠকে ঢাকার চারপাশের নদী ও চট্টগ্রামের কর্ণফুলী নদীর দূষণ বন্ধ ও নাব্যতা ফিরিয়ে এনে নদী রক্ষায় টাস্কফোর্স গঠন করে দেন। তারই ধারাবাহিকতায় এ উচ্ছেদ কার্যক্রম চলছে।

 

 

টাইমস/এসআই

Share this news on: