প্রধানমন্ত্রীর পাঠানো গাড়িতে নয়, উবারে গণভবনে গেলেন ভিপি নুর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গণভবনে তার সঙ্গে দেখা করতে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ অন্য নেতারা।

শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে উবারের একটি প্রাইভেটকারে চড়ে গণভবনে যান কোটা আন্দোলনের নেতা নুর।

এ সময় তার সঙ্গে ছিলেন ডাকসুর নবনির্বাচিত সমাজসেবা সম্পাদক আখতার হুসেন। ছাত্রলীগের বাইরে এই দুজনই কেবল অন্য প্যানেল থেকে ডাকসু নির্বাচনে জয় পেয়েছেন।  

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো গাড়িতে নুর গণভবনে গেছেন বলে কয়েকটি গণমাধ্যমে খবর বের হয়। তবে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সমন্বয়কারী হাসান আল মামুন জানান, মুঠোফোনে রাইড শেয়ারিং কোম্পানির একটি গাড়িতে করে গণভবনে যান নুর ও আখতার।

নুর ও আখতার প্রাইভেটকারে চড়ে গণভবনে গেলেও ছাত্রলীগ প্যানেল থেকে জয়ী নেতারা বিশ্ববিদ্যালয়ের বাসে করে যান।

ডাকসুর নবনির্বাচিত জিএস গোলাম রাব্বানী ও এজিএস সাদ্দাম হোসেনের সঙ্গে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনও বাসে ছিলেন।  

ডাকসুর পাশাপাশি বিভিন্ন হল সংসদের নির্বাচিত নেতারাও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে গেছেন। হল সংসদের ২৩৪ এবং ডাকসুর কেন্দ্রীয় ২৫ জনসহ ২৫৯ জন গণভবনে যান।

 

টাইমস/জেডটি

Share this news on: