বগুড়ায় ভোটার কম, দোলনায় দুলে সময় পার আনসারদের

বগুড়ার কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম হওয়ায় দুই আনসার সদস্য শিশুদের দোলনায় দোল খেয়ে সময় অতিবাহিত করেছেন।

সোমবার সকালে সদরের বেলঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই আনসার সদস্যকে দোলনায় দুলতে দেখা গেছে।

বেলা সাড়ে ১১টায় ওই কেন্দ্রে ভোট পড়ে মাত্র ১৩টি।

বেলঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবুল কালাম আজাদ জানান, তার কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ৪০০ জন। ছয় বুথে কাঙ্ক্ষিত ভোট পড়েনি। তাই তারা অলস সময় অতিবাহিত করেন। সাড়ে তিন ঘণ্টায় ভোট সংগ্রহ হয়েছিল মাত্র ১৩টি।

ওই কেন্দ্রের মাঠে শিশুশিক্ষার্থীদের বিনোদনের জন্য দোলনা রয়েছে। ভোটার না থাকায় দুই আনসার সদস্যকে দোলনায় দোল খেতে দেখা যায়।

এসময় সাংবাদিক দেখে তারা লজ্জা পান। তবে এ ব্যাপারে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

 

টাইমস/জেডটি

Share this news on: