চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর জুতার ভেতর ইয়াবা ও গাঁজা

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জুতার ভেতর ইয়াবা ও গাঁজা লুকিয়ে বিদেশে পাচারের সময় জমির উদ্দিন (৩০) নামে আবুধাবিগামী এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তাকে আটক করা হয় বলে জানান বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সারওয়ার-ই-আলম। আটক জমির উদ্দিনের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়।

উইং কমান্ডার সারওয়ার-ই-আলম বলেন, ওই যাত্রীর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মঙ্গলবার আবুধাবি যাওয়ার কথা ছিল। সকালে সিভিল এভিয়েশন সিকিউরিটির সদস্যরা স্ক্যান করার সময় ওই যাত্রীর জুতার সোলে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবা ও গাঁজা ধরা পড়ে। পরে তা খুলে ৫৪০ পিস ইয়াবা ও দুইশ গ্রাম গাঁজা পাওয়া যায়।

এ ঘটনায় জমির উদ্দিনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সারওয়ার-ই-আলম।

এর আগে সোমবার দুবাইগামী এক যাত্রীর সঙ্গে থাকা তোষকের ভেতর থেকে গাঁজা উদ্ধার করেছিল সিভিল এভিয়েশন সিকিউরিটি কর্তৃপক্ষ।

আরও পড়ুন...

তোষকভর্তি গাঁজা নিয়ে যাচ্ছিলেন দুবাই, অতঃপর...

 

টাইমস/এইচইউ

Share this news on: