রাজধানীতে ট্রাফিক আইন অমান্য, ৩৭ লাখ টাকা জরিমানা

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ৩৬ লাখ ৮৪ হাজার ৯৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) ট্রাফিক বিভাগ। এসব ঘটনায় সাত হাজার পাঁচটি মামলা করা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৩৪টি গাড়ি ডাম্পিং ও ৯৫৬টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৯৯টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য পাঁচটি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১৩৬৮টি গাড়ির বিরুদ্ধে মামলা, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১২টি গাড়ির বিরুদ্ধে মামলা, ট্রাফিক আইন অমান্য করায় ২৬৮০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা এবং ৯৮টি মোটরসাইকেল আটক করা হয়। তাছাড়া গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ১৮টি মামলা দেয়া হয়েছে।

রবিবার দিনভর  ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করে।

 

 

টাইমস/এসআই

 

Share this news on: