পাবনায় ৬১৪ চরমপন্থি আত্মসমর্পণ করতে যাচ্ছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পাবনা অঞ্চলের ৬১৪ জন চরমপন্থি সরকারের কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছেন। আগামী মঙ্গলবার পাবনায় এই আত্মসমর্পণ অনুষ্ঠান হবে।

রোববার ঢাকার মিরপুরের পুলিশ স্টাফ কলেজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে কুষ্টিয়া অঞ্চলের চরমপন্থিদের এক দল আত্মসমর্পণ করেছিল। কমিউনিস্ট আদর্শে বিশ্বাসী সশস্ত্র কয়েকটি দল পাবনা, কুষ্টিয়া, যশোর, খুলনা অঞ্চলে এক সময় সক্রিয় থাকলেও এখন তাদের তৎপরতা আগের মতো নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'বাংলাদেশে কোনো এক সময়, প্রায় ৩০-৪০ বছর আগে চরমপন্থিরা নানাভাবে প্রভাব বিস্তার করতো। তারা একটা বলয় সৃষ্টি করে অরাজকতা সৃষ্টি করতো। এগুলো কিন্তু ক্রমশই ছোট হয়ে গেছে, এরা দূর্বল হয়ে গেছে। যে কয়জন অবশিষ্ট ছিলেন, তারা আমাদের কাছে স্বীকার করেছেন, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আত্মসমর্থন করবেন। তাদের কৃতকর্মের জন্য তারা লজ্জা বোধ করছেন, তারা সেই পথ থেকে সরে আসবেন। তাদেরকে সুযোগ দিয়েছি। মোট ৬১৪ জন আগামী ৯ তারিখ পাবনাতে স্যারেন্ডার করবে।'

আত্মসমর্পণ কেন করছেন তারা? জানতে চাইলে কামাল বলেন, 'এর আগে জলদস্যু-বনদস্যুরা যেভাবে স্যারেন্ডার করেছে, সেভাবে। এই কর্ম আর কোনো দিন করবেন না- ওয়াদা করলে তাদের আইনি সহযোগিতাসহ প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব।'

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারির বিষয়ে মন্ত্রী বলেন, 'আমারা দেখেছি এটা তাদের প্রাকটিস হয়ে গেছে। মাঝে মাঝেই তারা এলার্ট দিয়ে থাকেন। আমাদের জানা নেই, তারা কেন বাংলাদেশে এ ধরনের এলার্ট দেন। এমন কোনো সিচ্যুয়েশন ঘটেনি যে কোনো দেশের নাগরিকরা মনে করবেন তারা এ দেশে নিরাপদ নয়। সারা বাংলাদেশের কোথাও কোনো ধরনের ঝুঁকি আছে বলে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। তাদের কাছে থাকলে তারা আমাদের শেয়ার করতে পারে।'

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্যারেলে মুক্তির জন্য কোনো আবেদন করেছেন কি না- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমাদের কাছে এই ধরনের আবেদন আসেনি, কাজেই এটার স্যাংশন দেওয়ার প্রশ্ন আসে না। আমি বলেছিলাম যদি তিনি আবেদন করেন, আমরা পরীক্ষা-নিরীক্ষা করব, আমাদের আইনে কোনো ইয়ে (সুযোগ) থাকে, তাহলে পরীক্ষা করে জানাব।'

 

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি Apr 19, 2024
img
বিশ্বের ১০০ প্রভাবশালীদের তালিকায় আলিয়া Apr 19, 2024
img
পালিয়ে আসা ২৮৫ জনকে ফেরত নিচ্ছে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী Apr 19, 2024
img
গ্রেপ্তারি পরোয়ানার শঙ্কায় নেতানিয়াহু, ইসরায়েলে জরুরি বৈঠক Apr 19, 2024
img
পালিয়ে বাংলাদেশে এলেন আরও ১১ বিজিপি সদস্য Apr 19, 2024
img
কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন শেখ হাসিনা Apr 19, 2024
img
প্রধানমন্ত্রী ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন : অর্থমন্ত্রী Apr 19, 2024
img
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে ঢুকে গেল বাস, প্রাণ গেল প্রকৌশলীর Apr 19, 2024
img
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি Apr 19, 2024
img
৩টি ড্রোন ধ্বংস করল ইরান, ইসফাহানের পারমাণবিক স্থাপনা নিরাপদ Apr 19, 2024