ময়মনসিংহ সিটি নির্বাচনে মেয়র প্রার্থী পাঁচজন

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার শেষ দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা।

মনোনয়নপত্র দাখিল করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী  ইকরামূল হক টিটু

নির্বাচন অফিস সূত্র জানায়, শেষ দিনে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ইকরামূল হক টিটু, জাতীয় পার্টি মনোনীত জাহাঙ্গীর আহম্মেদ। এছাড়া স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন শহীদুল ইসলাম স্বপন মন্ডল, আবু মো. মূসা সরকার এবং ডা. বিশ্বজিৎ ভাদুড়ী।

এছাড়া ৩৩টি ওয়ার্ড থেকে সাধারণ কাউন্সিলর পদে ২৫৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র দাখিল শেষে সাবেক মেয়র ও সিটি করপোরেশনের প্রশাসক ইকরামূল হক টিটু বলেন, মেয়র নির্বাচিত হলে অতীতের উন্নয়নের ধারা অব্যাহত রেখে আধুনিক নগর গঠনে কাজ করে যাব।

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, তফসিল অনুযায়ী ১০ এপ্রিল মনোনয়নপত্র যাচাইবাছাই, ১৭ এপ্রিল মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, ১৮ এপ্রিল প্রতীক বরাদ্দ। ৫ মে এ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৩টি ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ৯৬ হাজার ৯৩৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪৬ হাজার ৪৫৮ এবং নারী ১ লাখ ৫০ হাজার ৪৮০ জন।

 

 

টাইমস/এইচইউ

Share this news on: