চট্টগ্রামে হত্যার পর লাশ সাগরে ফেলার চেষ্টা, আটক দুই

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকায় যাত্রীবেশে প্রাইভেটকারে উঠে চালককে হত্যার পর লাশ সাগরে ফেলতে নিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন কাট্টলী ঘোষবাড়ি শনি মন্দির এলাকায় এ ঘটনা ঘটে। আকবর শাহ থানার ওসি জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

এ ঘটনায় নিহত চালকের নাম নুরুল গনি শিমুল। তিনি সীতাকুণ্ডের আমিরাবাদ এলাকার আবুল কালামের ছেলে।

ওসি জসীম উদ্দিন, প্রাইভেটকার নিয়ে এক বিশ্ববিদ্যালয় ছাত্রসহ তিন যুবক কাট্টলী বেড়ি বাঁধের দিকে যাচ্ছিলেন। পথে শনি মন্দির এলাকায় গাড়িটি দুর্ঘটনায় পড়লে স্থানীয়রা দুই তিনজন লোক তাদের সহায়তা করতে এগিয়ে গেলে গাড়িতে একটি লাশ দেখতে পায়। পরে তাদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করতে গেলে যুবকরা গাড়ি ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় গাড়িতে থাকা একজন পালিয়ে যায়। অপর দু’জনকে স্থানীয়রা পিটুনি দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত চালকের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে চমেকে রোগী আছে তাকে রক্ত দিতে হবে বলে সীতাকুণ্ড স্টেশন থেকে তারা তিনজন প্রাইভেটকারটি ভাড়া করে। এরপর তারা গাড়িতে উঠে চালককে শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশটি সাগরে ফেলতে তারা কাট্টলির দিকে যাচ্ছিল। এসময় দুইজন স্থানীয়দের হাতে ধরা পড়ে। একজন পালিয়ে গেছে। শনিবার দু'জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: