হাতিয়ায় ‘শ্বাসরোধে’ স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে শিপ্লব চন্দ্র ভৌমিক (৩৫) নামের এক স্বর্ণ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের আফাজিয়া বাজার থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শিপ্লব চন্দ্র ভৌমিক চরকিং ইউনিয়নের বারিগ্রামের মৃত নিখিল চন্দ্র ভৌমিকের ছেলে।

পুলিশের ধারণা, চুরিতে বাধা দেয়ায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় দোকানের মালামাল বা টাকা পয়সা খোয়া গেছে কিনা তা জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় শনিবার রাতে স্বর্ণ ব্যবসায়ী শিপ্লব তার দোকান বন্ধ করে ভেতরে ঘুমিয়ে পড়েন। রোববার সকালে তার দোকান বন্ধ দেখে স্থানীয় ব্যবসায়ীরা তাকে ডাকাডাকি করে। ভেতর থেকে সাড়া না পেয়ে দোকানের পেছনে গিয়ে দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে ঢুকলে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

হাতিয়া থানার ওসি কামরুজ্জামান শিকদার বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ