‘বার্জার রঙে রঙিন বৈশাখ’ এর আলপনায় স্পিকার শিরীন শারমিন

১৪২৬ বঙ্গাব্দকে স্বাগত জানাতে শনিবার রাতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মানিক মিয়া এভিনিউতে ‘বার্জার রঙে রঙিন বৈশাখ’ শীর্ষক আলপনা উৎসবের আয়োজন করা হয়।

বার্জার পেইন্ট বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় এশিয়াটিক ইএক্সপি আয়োজিত এই আলপনা উৎসবে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম, বগুড়া, সিলেট ও খুলনা শহরে আলপনা উৎসবের আয়োজন করা হয়েছে।

ঢাকায় মানিক মিয়া অ্যাভিনিউ এবং অপর জেলা শহরগুলোতে প্রতিটি আলপনা আঁকা হবে ৪০ হাজার থেকে ৬০ হাজার বর্গফুট জায়গা জুড়ে।

আলপনা উদ্বোধকালে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নতুন বছরে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলায় পরিণত করতে হবে। অতীতের সব গ্লানি মুছে ফেলে অর্জনগুলোকে নতুন প্রত্যয়ে সামনে নিয়ে যেতে হবে ।

প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, আলপনা বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে। আলপনার মাধ্যমে আমরা প্রাণের রং আঁকি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আসাদুজ্জামান নূর এমপি, বার্জার পেইন্টস’র ম্যানেজিং ডিরেক্টর রুপালী চৌধুরী, এশিয়াটিক এক্সপির ইরেশ যাকের,বার্জারের সেলস ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা মহসীন হাবীব চৌধুরী প্রমুখ।

আয়োজনের সমন্বয়ক শিল্পী মনিরুজ্জামানের নেতৃত্বে প্রায় ৪০০ শিল্পী আলপনা আঁকায় অংশ নেন। যাতে লাল রঙের ছোঁয়া দিয়ে উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অংশ নেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলপনা অঙ্কনের পাশাপাশি মঞ্চে ছিল গান, নৃত্য ও নাটকের আয়োজন ছাড়াও ছিল আলোকচিত্র প্রতিযোগিতা।

 

টাইমস/এমএএইচ/জেডটি

Share this news on: