জামাইয়ের সুদের বকেয়ায় প্রাণ গেল শ্বশুরের

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সুদের বকেয়া ১০০ টাকা পরিশোধ না করায় এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

রোববার উপজেলার জয়নাকান্দা গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম আজিজুল হক (৬৫)। তিনি ওই গ্রামেরই বাসিন্দা। এ ঘটনায় নিহতের ছেলে আতিকুল ইসলাম বাদী হয়ে সাত জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, জয়নাকান্দা গ্রামের আজিজুল হকের মেয়ের জামাতা ফরিদ মিয়া প্রায় দুই বছর আগে একই গ্রামের রহিম বাদশার ছেলে দাদন ব্যবসায়ী নছিমন চালক লালু মিয়ার কাছ থেকে সুদ দেওয়ার কথা বলে এক হাজার টাকা ঋণ নেয়। দেড় বছর পর একশ টাকা কম দিয়ে লালুকে সুদসহ আসল টাকা পরিশোধ করেন ফরিদ মিয়া।

এরপর শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় একটি প্রাইভেট কোম্পানির চাকুরীতে যোগদান করে ঐখানে বসবাস করতে থাকেন ফরিদ মিয়া। কিন্তু সুদের বকেয়া একশ টাকা পরিশোধের জন্য ফরিদকে মুঠোফোনে প্রায়ই চাপ সৃষ্টি করত লালু মিয়া। পহেলা বৈশাখের ছুটি নিয়ে শ্বশুর আজিজুল হকের বাড়িতে ফরিদ বেড়াতে এসেছে এ খবর শুনে লালু মিয়া ও তার বন্ধু সোহাগ সেখানে যায়। বাড়িতে গিয়ে সুদের বকেয়া একশ টাকা পরিশোধের জন্য ফরিদকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন লালু ও সোহাগ। এসময় ফরিদের শশুর আজিজুল হক এগিয়ে এসে লালু ও সোহাগকে গালিগালাজ না করার জন্য নিষেধ করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আজিজুল হককে এলোপাথাড়ি কিল ঘুষ মারে লালু ও সোহাগ। এতে আজিজুল হক মাটিতে লুটিয়ে পড়ে।

পরে বাড়ির লোকজনের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে আজিজুলকে আহত অবস্থায় গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. মাহবুব আলম জানান, হাসপাতালে আনার আগেই আজিজুল হকের মৃত্যু হয়েছে। তার চোখের নিচে আঘাতের চিহ্ন রয়েছে।

গফরগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান জানান, এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: