হিলিতে ১৮৯ বোতল ফেনসিডিলসহ ভারতীয় মাদক উদ্ধার

দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে ১৮৯ বোতল ফেনসিডিলসহ ভারতীয় মদ ও গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা।

মঙ্গলবার ভোর ৫টার দিকে হিলি সীমান্তের নওপাড়া এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

হিলির বাসুদেবপুর বিজিবি’র কোম্পানি কমান্ডার সুবেদার শফিউর রহমান বলেন, গোপন সংবাদে বিজিবি জানতে পারে ভারত থেকে ফেনসিডিলের একটি বড় চালান নিয়ে চোরাকারবারী দল দেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। সংবাদ পেয়ে মঙ্গলবার ভোরে সীমান্তের নওপাড়া এলাকায় অভিযান চালায় বিজিবির একটি বিশেষ টহল দল।

তিনি আরও জানান, এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ৩টি প্লাস্টিকের বস্তা ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা পরিত্যাক্ত অবস্থায় বস্তাগুলি উদ্ধার করে তার ভেতর থেকে ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল ১৮৯ বোতল, বিদেশি মদ অফিসার্স চয়েজ ৫ বোতল ও ১ কেজি গাঁজা উদ্ধার করে।

উদ্ধার মাদকদ্রব্য ধ্বংসের জন্য জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Share this news on: