সিলেট-লন্ডন ফ্লাইট স্থায়ীভাবে চালু শিগগিরই: পররাষ্ট্রমন্ত্রী

শিগগিরই সিলেট-লন্ডন ফ্লাইট স্থায়ীভাবে চালু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে লন্ডনের কেমডেন টাউনে মহারাণী রেস্টুরেন্টে এম নজরুল ইসলামের সম্মানে যুক্তরাজ্য যুবলীগ আয়োজিত এক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আধুনিকায়ন করার জন্য তিন হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। বিমান বন্দরের কাজ প্রায় সম্পন্ন।

কিছুদিনের মধ্যে সিলেট-লন্ডন ফ্লাইট স্থায়ীভাবে চালু হয়ে প্রবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে এবং আরো অনেক উন্নয়নমূলক কাজ পর্যায়ক্রমে সম্পন্ন হবে বলে জানান তিনি।

দেশের মঙ্গলের জন্য উন্নয়নমূলক কাজে প্রবাসীদের হাত প্রসারিত করে এগিয়ে আসতে আহ্বান জানান ড. মোমেন।

যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমদ খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সংবর্ধনায় প্রধানবক্তা ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী।

 

টাইমস/জেডটি

Share this news on: