ময়মনসিংহ সিটি নির্বাচনের ভোটগ্রহণ

নবগঠিত ময়মনসিংহ সিটি করপোরেশনের কাঙ্ক্ষিত প্রথম নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এ নির্বাচনের ১২৭টি কেন্দ্রের ৮৩০ কক্ষের সব কটিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট নেয়া হচ্ছে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এই নির্বাচন জৌলুশ হারিয়েছে। ফলে ৩৩টি সাধারণ ও ১১টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট দিচ্ছেন ভোটাররা।

এ সিটি করপোরেশনে ৩৩টি ওয়ার্ডে ভোটার আছেন ২ লাখ ৯৬ হাজার ৯৩৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪৬ হাজার ৪৫৮ এবং নারী ১ লাখ ৫০ হাজার ৪৮০ জন।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ