ত্রিশালে নৌকার সিল দেয়া ব্যালটসহ প্রিজাইডিং অফিসার আটক

উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে সিল দেয়া ব্যালট পেপারসহ এক প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে। আটকের পর তার কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সানকিভাঙ্গা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে ছিলেন আটক ফয়জুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন।

তিনি জানান, রোববার সকাল ৮টায় ভোট শুরুর আধা ঘণ্টার মাথায় ফয়জুর রহমানকে নৌকার সিল মারা ব্যালট পেপারসহ আটক করা হয়।

এ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইকবাল হোসেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মতিন সরকারসহ মোট চারজন এ পদে ভোটের লড়াইয়ে আছেন। ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এ নির্বাচনে। উপজেলার ১২২টি কেন্দ্রে ভোটার রয়েছেন মোট ৩ লাখ ১৫ হাজার ৫০৮ জন।

ত্রিশালে গত ২৮ মার্চ ভোট হওয়ার কথা থাকলেও হাইকোর্টের এক আদেশে তা স্থগিত হয়ে যায়। পরে আপিল বিভাগে ওই মামলার নিষ্পত্তি হলে নির্বাচন কমিশন ত্রিশালের নির্বাচনের জন্য ৫ মে ভোটের দিন ঠিক করে দেয়।

 

 

টাইমস/এসআই

 

 

Share this news on: