ময়মনসিংহ সিটির ভোট শেষ, ফল ঘোষণার অপেক্ষা

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট শেষ হয়েছে।

ইভিএমের মাধ্যমে রোববার সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে ১২৭টি কেন্দ্রে।

নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম থেকে রিটার্নিং কর্মকর্তা প্রাপ্ত কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণা করবেন।

রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান জানান, প্রথমে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করবেন কেন্দ্রেই। এরপরই ফলাফল নিয়ে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে নিয়ে আসবেন।

তিনি জানান, ৩৩টি ওয়ার্ডের জন্য ১১টি বুথ এখানে খোলা হয়েছে। আশা করছি দ্রুতই ফলাফল ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, ময়মনসিংহ সিটি নির্বাচনে মেয়র পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ইতিমধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকরামুল হক টিটু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ৩৩টি সাধারণ কাউন্সিলর পদে ২৪২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

টাইমস/জেডটি

Share this news on: