হালদায় মা মাছ নমুনা ডিম ছেড়েছে

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মা মাছ নমুনা ডিম ছেড়েছে।

রোববার সকাল ৭টার দিকে জোয়ারের সময় নদীর গড়দুয়ারা থেকে মদুনাঘাট এলাকায় রুই, কাতলা, মৃগেল, কালবাউশ জাতের মা মাছ ডিম ছাড়ে।

হালদা রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ও চবির প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন অমাবস্যা চলছে। নদীতে মা মাছ নমুনা ডিম ছেড়েছে। অনুকূল পরিবেশে মা মাছ পুরোদমে ডিম ছাড়বে।

এদিকে যে কোনো মুহূর্তে মা মাছ পুরোদমে ডিম ছাড়তে পারে এমন সম্ভাবনায় হালদা পাড়ে শত শত ডিম আহরণকারী ডিঙ্গি নৌকা ও ডিম সংগ্রহের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নদীতে অপেক্ষায় রয়েছেন জেলেরা।

হাটহাজারী ও রাউজান উপজেলার দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আজহারুল আলম জানান, উভয় উপজেলায় ৫টি হ্যাচারির ১৪৯টি কুয়া ছাড়াও ব্যক্তি উদ্যোগে তৈরি করা ১৬০টির মতো মাটির কুয়া ডিম পরিষ্ফুটনের জন্য প্রস্তুত রয়েছে।

 

টাইমস/জেডটি

Share this news on: