ফের আন্দোলনে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা

বকেয়া বেতন পরিশোধের দাবিতে উৎপাদন বন্ধ করে ফের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা।

বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ সপ্তাহের বকেয়া মজুরি পরিশোধ না করায় শ্রমিকরা এ ধর্মঘটের ডাক দিয়েছেন।

সোমবার সকাল ৬টায় মিলের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তাতে শ্রমিকরা যোগ দেননি। সকাল সাড়ে ৮টায় তারা স্ব-স্ব মিল গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ ও মতবিনিময় করেন।

এছাড়া রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ ঐক্য পরিশোধ সোমবার বেলা ১১টায় জরুরি বৈঠক আহ্বান করেছে। ওই বৈঠকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

বিজেএমসির খুলনা অঞ্চলের প্রধান মো. সাজ্জাদ হোসেন বলেন, শ্রমিকরা হঠাৎ করেই কাজে যোগ না দিয়ে ধর্মঘট শুরু করেছেন। মন্ত্রণালয় থেকে অর্থছাড় না হওয়ায় শ্রমিকদের মজুরি পরিশোধ করা যায়নি। এই অজুহাতে রোববার রাতে স্টার জুট মিল, প্লাটিনাম জুবলী জুট মিল ও ক্রিসেন্ট জুট মিলের শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে ধর্মঘট শুরু করেন। তবে সোমবার ভোর থেকে নয়টি জুট মিলের শ্রমিকরা কাজ বন্ধ করে ধর্মঘট শুরু করেছেন।

শ্রমিক নেতা খলিলুর রহমান জানান, সোমবার বেলা ১১টায় ক্রিসেন্ট শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সিবিএ-নন সিবিএ এর সভা থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

পাটকল শ্রমিক লীগের খুলনা-যশোর অঞ্চলের আহ্বায়ক মো. মুরাদ হোসেন বলেন, পাট মন্ত্রণায়লয় ও বিজেএমসি’র সঙ্গে বৈঠকে ২৫ এপ্রিলের মধ্যে পাটকল শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের কথা বলা হয়। কিন্তু এ পর্যন্ত মজুরি প্রদান করা হয়নি। মজুরি না পেয়ে শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছে। এ কারণে ক্ষিপ্ত শ্রমিকরা মিলের উৎপাদন বন্ধ করে দিয়েছে।

উল্লেখ্য, বকেয়া পাওনাসহ ৯ দফা বাস্তবায়নের দাবিতে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলে ৯৬ ঘণ্টা ধর্মঘট ও ৪ ঘণ্টা রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচীর ডাক দেয় পাটকল শ্রমিক লীগ। ১৫ এপ্রিল এ আন্দোলনের ১ম দিনে কর্মসূচী চলাকালে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সঙ্গে শ্রমিকলীগ ও সিবিএ নন-সিবিএ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। ২৫ এপ্রিলের মধ্যে শ্রমিকদের ১০ সপ্তাহের মজুরী, ৩ মাসের বেতন ও আগামী ১৮ মে’র মধ্যে মজুরি কমিশনের অর্থের হিসাব দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় বৈঠকে। সে অনুযায়ী লিখিতও দেন বিজেএমসির চেয়ারম্যান শাহ মোহাম্মদ নাসিম। ২৫ এপ্রিলের মধ্যে ১০ সপ্তাহের মজুরী ও ৩ মাসের বেতন পরিশোধে বিজেএমসি ব্যর্থ হলে রাষ্ট্রায়ত্ত ২৬টি পাটকলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পাটকল শ্রমিকলীগের কেন্দ্রীয় নেতারা শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাথে সাক্ষাৎ করেন। তিনি শ্রমিক নেতাদের কাছ থেকে এক সপ্তাহ সময় নেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশের উন্নয়নের দিকে তাকালে আমরা লজ্জা পাই: পাকিস্তানের প্রধানমন্ত্রী Apr 25, 2024
img
রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও চলবে ক্লাস Apr 25, 2024
img
এক দিনের ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম Apr 25, 2024
img
চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ Apr 25, 2024
img
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের Apr 25, 2024
img
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত শনিবার: শিক্ষা প্রতিমন্ত্রী Apr 25, 2024
img
ফ্যাটি লিভারের সমস্যা প্রতিরোধে জীবনযাপনে আনুন ৫ পরিবর্তন Apr 25, 2024
img
নেতানিয়াহুর পদত্যাগ দাবি করলেন ন্যান্সি পেলোসি Apr 25, 2024
img
উপজেলা নির্বাচন ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে : সিইসি Apr 25, 2024
img
শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি Apr 25, 2024